আমরা ঘরে বা অফিসে অনেক সময় এ ইনডোর প্ল্যান্ট (গাছ) রেখে থাকি। কিছু ইনডোর প্ল্যান্ট অফিসে বা ঘরে রাখলে তা ঘরের বাতাস হতে ক্ষতিকর পদার্থ শুষে নিয়ে স্বাস্থ্যকর আবহাওয়া তৈরী করে, পাশাপাশি মস্তিষ্কের উপর কাজ করে মনকেও প্রফুল্ল রাখতে সহায়তা করে। সেসব ইনডোর প্ল্যান্ট নিয়েই আমাদের আজকের পোস্ট-
১) বাটারফ্লাই পামঃ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট (ছবি দেখুন)... এটি বায়ু হতে দূষিত পদার্থ শোষন করে।
২) পুদিনাঃ International Journal of Neuroscience এর গবেষনা অনুযায়ী, ঘরের এক কোনায় টবে রাখা পুদিনা গাছ, মস্তিষ্ক কে উজ্জীবিত করে এবং স্মরণ শক্তি বাড়ায়। পাশাপাশি এটি ক্ষুধা নিয়ন্ত্রন করে ওজন নিয়ন্ত্রন করে।
৩) ইংলিশ আইভি (ছবি দেখুন)ঃ অফিসের কম্পিউটার ও অন্যান্য মেশিন হতে কিছু উদ্বায়ী পদার্থ বাতাসে মিশে মাথাব্যথা তৈরী করে। University of Georgia এর গবেষনা অনুযায়ী, ইংলিশ আইভি এইসব পদার্থ বাতাস হতে শোষন করে নেয়। ফলে অফিসের ভেতরকার বাতাস স্বাস্থ্যকর থাকে।
৪) লেমন বাম (ছবি দেখুন)ঃ Ohio State University এর গবেষনা অনুযায়ী, এই গাছের সুগন্ধ মস্তিষ্ককে উজ্জীবিত করে একটি হরমোনের নিঃসরণ ঘটায়। এই হরমোন মানুষের মুড বদলে তাকে হাসিখুশী করে তোলে।
৫) মানি প্ল্যান্টঃ অফিসের ফটোকপি ও প্রিন্টার হতে সামান্য ওযোন গ্যাস নির্গত হয়। এমনকি এই সামান্য গ্যাসও বুকে ব্যথা ও গলা খুসখুস তৈরী করতে পারে। Penn State এর গবেষকদের মতে, অফিস রুমে মানি প্ল্যান্ট রাখলে তা সক্ষম ভাবে এই ক্ষতিকারক ওযোন গ্যাস শুষে নেয়।
৬) গন্ধরাজঃ Rutgers এর গবেষক দের মতে, গন্ধরাজ হতে আসা সুগন্ধ মানুষের মনের উপর সক্ষমভাবে ইতিবাচক প্রভাব ফেলে
১) বাটারফ্লাই পামঃ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট (ছবি দেখুন)... এটি বায়ু হতে দূষিত পদার্থ শোষন করে।
২) পুদিনাঃ International Journal of Neuroscience এর গবেষনা অনুযায়ী, ঘরের এক কোনায় টবে রাখা পুদিনা গাছ, মস্তিষ্ক কে উজ্জীবিত করে এবং স্মরণ শক্তি বাড়ায়। পাশাপাশি এটি ক্ষুধা নিয়ন্ত্রন করে ওজন নিয়ন্ত্রন করে।
৩) ইংলিশ আইভি (ছবি দেখুন)ঃ অফিসের কম্পিউটার ও অন্যান্য মেশিন হতে কিছু উদ্বায়ী পদার্থ বাতাসে মিশে মাথাব্যথা তৈরী করে। University of Georgia এর গবেষনা অনুযায়ী, ইংলিশ আইভি এইসব পদার্থ বাতাস হতে শোষন করে নেয়। ফলে অফিসের ভেতরকার বাতাস স্বাস্থ্যকর থাকে।
৪) লেমন বাম (ছবি দেখুন)ঃ Ohio State University এর গবেষনা অনুযায়ী, এই গাছের সুগন্ধ মস্তিষ্ককে উজ্জীবিত করে একটি হরমোনের নিঃসরণ ঘটায়। এই হরমোন মানুষের মুড বদলে তাকে হাসিখুশী করে তোলে।
৫) মানি প্ল্যান্টঃ অফিসের ফটোকপি ও প্রিন্টার হতে সামান্য ওযোন গ্যাস নির্গত হয়। এমনকি এই সামান্য গ্যাসও বুকে ব্যথা ও গলা খুসখুস তৈরী করতে পারে। Penn State এর গবেষকদের মতে, অফিস রুমে মানি প্ল্যান্ট রাখলে তা সক্ষম ভাবে এই ক্ষতিকারক ওযোন গ্যাস শুষে নেয়।
৬) গন্ধরাজঃ Rutgers এর গবেষক দের মতে, গন্ধরাজ হতে আসা সুগন্ধ মানুষের মনের উপর সক্ষমভাবে ইতিবাচক প্রভাব ফেলে
No comments:
Post a Comment