Tuesday, September 10, 2013

ঠাণ্ডা ও কাশির প্রকোপ দূর করা


ঠাণ্ডা লেগেছে, সর্দি-গর্মিতে অস্থির
হয়ে উঠেছেন? ঠাণ্ডা, গলায় খুসখুসে ভাব আর
কাশি দূর করার জন্য মুঠো মুঠো ওষুধ
না খেয়ে ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে সহজ
সমাধান। ঘরে মজুদ মধু, আদা আর লেবুই
হতে পারে খুসখুসে কাশিতে আপনার পরম
ঔষধ।

এক কাপ হালকা গরম পানি নিন। তাতে মেশান
১ টেবিল চামচ করে মধু, আদার রস ও লেবুর
রস। ভালো করে মিশিয়ে নিন ও ছোট ছোট
চুমুকে পান করুন। দিনে ২/৩ বার পান করলেই
কাশির সমস্যা থেকে মিলবে মুক্তি।

জানি আমরা আপনাদের মনের মত পোস্ট
দিতে পারি না, কারন আমরা খুব একটা ভাল
লেখক নই।।কিন্তু যাদের ভাল লাগে তাদের
উপস্থিতি দিয়ে আমাদের অনুপ্রানিত করবেন
আসা করছি।।

No comments:

Post a Comment