1. প্রতিদিন
একটি পাকা টমেটো খেলে শরীরের
রক্ত কণিকা বাড়ে, ফলে ত্বক
পরিষ্কার হয়।
2. ছোট এলাচ, খেজুর ও আঙ্গুর
একসঙ্গে পিষে মধু
মিশিয়ে খেলে হাঁপানির কষ্ট
কমে।
3. কাঁচা হলুদ গরম করে গন্ধ
শুকলে সর্দি-কাশিতে উপকার
পাওয়া যায়।
4. গায়ে খোস-পাচড়ার দাগ হলে,
সেই
জায়গায় প্রতিদিন মাখন মালিশ
করুন।
5. গোল-মরিচ
মিহি করে বেটে নিয়ে প্রতিদিন
মধু
মিশিয়ে খেলে শ্বাস-কষ্ট
ভালো হয়।
6. কৃমি হলে পুদিনা পাতা বেটে এর
সঙ্গে মধু-লবণ মিশিয়ে খান।
একটি পাকা টমেটো খেলে শরীরের
রক্ত কণিকা বাড়ে, ফলে ত্বক
পরিষ্কার হয়।
2. ছোট এলাচ, খেজুর ও আঙ্গুর
একসঙ্গে পিষে মধু
মিশিয়ে খেলে হাঁপানির কষ্ট
কমে।
3. কাঁচা হলুদ গরম করে গন্ধ
শুকলে সর্দি-কাশিতে উপকার
পাওয়া যায়।
4. গায়ে খোস-পাচড়ার দাগ হলে,
সেই
জায়গায় প্রতিদিন মাখন মালিশ
করুন।
5. গোল-মরিচ
মিহি করে বেটে নিয়ে প্রতিদিন
মধু
মিশিয়ে খেলে শ্বাস-কষ্ট
ভালো হয়।
6. কৃমি হলে পুদিনা পাতা বেটে এর
সঙ্গে মধু-লবণ মিশিয়ে খান।
No comments:
Post a Comment