Wednesday, September 4, 2013

বর্তমানে অনেক নেশা জাতীয় দ্রব্যের মদ্ধে কফ সিরাপ / মিক্সার একটি ভয়াবহ আতঙ্কের নাম ।
দামে সস্তা ,সহজলভ্য এটা ফার্মেসিতে গেলেই পাওয়াযায়।
এবার আসুন ,এই নেশা সমর্কে জানি,যেটা অত্যান্ত বাজে জিনিস ।

বাজারে কাশির সিরাপের মদ্ধে
ডেক্সপোর্টেন ,অফকফ ,এনকফ ,সুডোকফ ,তুসকা ,ডিক্সার , এ কফ ,ফেনাড্রিল ইত্যাদি ইত্যাদি।

এই সিরাপে আছে - সিউডোফিড্রিন,ডেক্সট্ররমিথোফরমিন এবং ট্রাইমিথোপ্রলিপ্রিন।

এটা খাবার ,পর ঝিমুনি আসে ,ইউফোরিয়া
স্রিস্টি হয় এবং শেষে ঘুমিয়ে পরে আসক্ত ব্যাক্তি।

ওভার ডোজ হলে কেউ কেউ বমিও করে ।
এর ,খতিকর দিক বলে শেষ করা যাবে না ।
ভুলে যাওয়া,শারীরিক দুর্বলতা ,যৌন শক্তি কমে যায়,অনেক দিন খেলে পাগোল হওয়া।

No comments:

Post a Comment