চুলপড়া রোধে Castor Oil ব্যবহার
করা যেতে পারে । গোসলের আগে Castor Oil
এর সাথে অন্য যেকোন চুলে মাখা তেল
মিশিয়ে সব চুলের গোড়ায়
ভালভাবে লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর
ঘন্টা খানেক অপেক্ষা করে আপনার পছন্দের শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন।
এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। Castor
Oil ব্যবহারের কিছু দিনের মধ্যেই
আপনি দেখতে পাবেন মাথায় নতুন ছোট ছোট চুল
গজাচ্ছে এবং চুল পড়াও
ধীরে ধীরে কমে আসছে। সাধারণত ব্যবহারের এক মাসের মাধ্যে এর ফল বুঝতে পারার কথা ।
প্রতিবারে ব্যবহারের পর হাত ভাল
করে ধুয়ে নিবেন, নয়ত আপনার হাতের লোম ঘন
হয়ে যেতে পারে। আর খেয়াল রাখতে হবে যেন
মুখে Castor Oil থেকে সাবধানে রাখবেন।
Castor Oil এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।
করা যেতে পারে । গোসলের আগে Castor Oil
এর সাথে অন্য যেকোন চুলে মাখা তেল
মিশিয়ে সব চুলের গোড়ায়
ভালভাবে লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর
ঘন্টা খানেক অপেক্ষা করে আপনার পছন্দের শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন।
এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। Castor
Oil ব্যবহারের কিছু দিনের মধ্যেই
আপনি দেখতে পাবেন মাথায় নতুন ছোট ছোট চুল
গজাচ্ছে এবং চুল পড়াও
ধীরে ধীরে কমে আসছে। সাধারণত ব্যবহারের এক মাসের মাধ্যে এর ফল বুঝতে পারার কথা ।
প্রতিবারে ব্যবহারের পর হাত ভাল
করে ধুয়ে নিবেন, নয়ত আপনার হাতের লোম ঘন
হয়ে যেতে পারে। আর খেয়াল রাখতে হবে যেন
মুখে Castor Oil থেকে সাবধানে রাখবেন।
Castor Oil এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।
No comments:
Post a Comment