আপনারা হয়ত বিভিন্ন পেজ
সূত্রে জানতে পেয়েছেন
একটি কয়েল ১০০টি সিগারেটের সমান
ক্ষতিকর।এখন চিন্তার বিষয়
তাহলে কিভাবে বাচা যায়?
প্রাকৃতিক উপায়ে কিভাবে মশার হাত
থেকে রক্ষা পাবেন।
প্লেটের
মধ্যে একটি বা ২টি লেবুকে সমান
২ভাগে কেটে নিন,
তারপর কিছু লবঙ্গ এর
মধ্যে গেথে দিয়ে যেখানে মশার
উপদ্রব
বেশি সেখানে রেখে দিন।
লবঙ্গ প্রাকৃতিক রেপেলেন্ট
হিসেবে কাজ করে মশাকে আপনার কাছ
থেকে দূরে রাখবে।
জানি আমরা সবার মণের মত পোস্ট
দিতে পারি না,কারন খুব একটা ভাল
লেখক না।।কিন্তু যাদের ভাল
লাগে তাদের উপস্থিতি দিয়ে আমাদের
অনুপ্রানিত করবেন আসা করছি।
সূত্রে জানতে পেয়েছেন
একটি কয়েল ১০০টি সিগারেটের সমান
ক্ষতিকর।এখন চিন্তার বিষয়
তাহলে কিভাবে বাচা যায়?
প্রাকৃতিক উপায়ে কিভাবে মশার হাত
থেকে রক্ষা পাবেন।
প্লেটের
মধ্যে একটি বা ২টি লেবুকে সমান
২ভাগে কেটে নিন,
তারপর কিছু লবঙ্গ এর
মধ্যে গেথে দিয়ে যেখানে মশার
উপদ্রব
বেশি সেখানে রেখে দিন।
লবঙ্গ প্রাকৃতিক রেপেলেন্ট
হিসেবে কাজ করে মশাকে আপনার কাছ
থেকে দূরে রাখবে।
জানি আমরা সবার মণের মত পোস্ট
দিতে পারি না,কারন খুব একটা ভাল
লেখক না।।কিন্তু যাদের ভাল
লাগে তাদের উপস্থিতি দিয়ে আমাদের
অনুপ্রানিত করবেন আসা করছি।
No comments:
Post a Comment