Wednesday, September 4, 2013

জন্ডিসের খাবার !

ওষুধই জন্ডিসের একমাত্র চিকিৎসা নয়। জন্ডিস চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক খাদ্য তালিকা অনুসরণ করা। জন্ডিস রোগীদের ফ্যাটযুক্ত খাবার বর্জনই যথেষ্ট নয়, পাশাপাশি দরকার সঠিক খাদ্যদ্রব্য গ্রহণ করা। নিচে জন্ডিস রোগীদের একটি খাদ্য তালিকা তুলে ধরা হলো :

১. টমেটো ভিটামিন সি’র অন্যতম উৎস। টমেটোতে রয়েছে লাইকোপিন যা এন্টি অক্সিডেন্ট। তাই টমেটোর জুস লিভারের কোষকে তেজোদীপ্ত করে।

২. আমলকী ভিটামিন সি’র গুরুত্বপূর্ণ একটি উৎস। আমলকী কাঁচা, শুকিয়ে অথবা জুস করে খেলে তা লিভারের কোষের জন্য খুবই উপকারী। এটি লিভারকে পরিশোধন করতে সহায়ক।

৩. পুদিনার পাতা লিভার ফাংশনের জন্য খুবই উপকারী। প্রতিদিন সকালে চার-পাঁচটি পুদিনার পাতা খেলে জন্ডিসের জন্য ভালো উপকার পাওয়া যাবে।

৪. লেবুর রস পাকস্থলির জন্য সহায়ক। প্রতিদিন সকালে খালি পেটে পানির মধ্যে করে লেবুর রস খেলে আপনার পরিপাকতন্ত্রে ভালো কাজ করবে।

৫. লিভার পরিশোধনে আনারস খুবই উপকারী। জন্ডিস থেকে আরোগ্য লাভের জন্য আনারস খুবই কার্যকর একটি ফল।

৬. তা ছাড়া আখের শরবত জন্ডিসের জন্য উপকারী।

No comments:

Post a Comment